কুষ্টিয়া জেলা শাখা
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখা বিভিন্ন সুযোগ সুবিধার উদ্দেশ্যে ২০/১০/১৯৯১ সালে মালিকদের সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠিত হয়। এই সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় মূলত এই সমিতির কার্যক্রমের উদ্দেশ্য লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে সরকারকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা এবং এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের সার্থ রক্ষা, উন্নয়ন ও আসুবিধায় পাশে দাঁড়ানো। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার অফিস দাদাপুর সড়ক, মজমপুর গেট, কুষ্টিয়া স্ট্যান্ডে অবস্থিত।
কুষ্টিয়াতে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে জড়িত ২০০ টি প্রতিষ্ঠান বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাথে যুক্ত আছে। এই সকল প্রতিষ্ঠানে প্রতিদিন কয়েক কোটি টাকা মূল্যের পণ্য উৎপাদিত হয়। যা দেশের অভ্যন্তরের চাহিদা মিটিয়ে এখন প্রতিবেশি দেশগুলোতেও রপ্তানি করা হচ্ছে।
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেস্ব কারখানাতে ঢালাই লোহা ও স্প্রিং লোহার সাহায্যে এই সকল মেশিন, মেশিনারিজ ও পার্টস তৈরি করছে। কিছু প্রতিষ্ঠান আছে, যারা এই সকল বড় প্রতিষ্ঠান থেকে মেশিন ও মেশিনারিজ কিনে খুচরা ব্যবসা করছে।
বর্তমানে কুষ্টিয়াতে ছোট-বড়ো মিলিয়ে প্রায় কয়েকশো লাইট ইঞ্জিনিয়ারিং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই সকল প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যা আমাদের আমদানি নির্ভরতা কমিয়েছে অনেকাংশে। সরকারি পৃষ্ঠপোষকতা ও আমাদের স্বদিচ্ছাই পারে এই সেক্টরে আমাদেরকে আরোও বেশি এগিয়ে নিয়ে যেতে।
সমিতি গঠনের উদ্দেশ্যাবলীঃ
(ক) নিম্মোক্ত পণ্যসমূহের প্রস্তুতকারী শিল্পের সহিত সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের স্বার্থ রক্ষা ও উন্নয়নঃ
(১) লেদ মেশিন, শ্যাপার, ড্রিল, শিয়ারিং, স-মিল, স্পীনার, রাবার, রোলার পাওয়ার প্রেস, বল প্রেস, লুম (হস্ত ও বিদ্যুৎ), রিলিং, ডাবলিং টুইস্টিং, প্রিন্টিং, প্লাষ্টিক, মোল্ডিং, অয়েল মিল স্পেলার ওয়ার নেইল, পলিথিন, সিনেমা প্রজেক্টর, টেনশন রোলার, রি-রোলিং মিলস ইত্যাদির মত যন্ত্রপাতি সমূহ।
(২) সকল প্রকার জুট মিল, টেক্সটাইল মিল, রোলিং মিলস, চা বাগানের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতির নির্মাণ ও মেরামত, গ্যাস লাইন ফিটিংস, ফার্মাসিউটিক্যাল যন্ত্রপাতি, ডাইস (মোল্ডিং ও কাটিং), পেট্রোল, ডিজেল ও কয়লাচালিত ইঞ্জিন, অটোমোবাইল ও জাহাজের খুচরা যন্ত্রাংশ, সকল দরজা-জানালা গ্রিল এবং বিভিন্ন ধরণের যন্ত্রপাতি প্রস্তুত ও মেরামত ইত্যাদি।
(খ) সাধারণভাবে ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে ব্যবসার স্বার্থ রক্ষা ও উন্নয়ন করা এবং এ ধরণের লেনদেনের সহিত জড়িত ব্যক্তিদের স্বার্থ রক্ষা করা।
(গ) প্রকৌশল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, কাঠামো গঠন এবং এতদসংক্রান্ত বাণিজ্যিক স্বার্থ সংক্রান্ত যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ বিষয়ে কর্তৃপক্ষ বা অন্য কাকেও সদস্য কর্তৃক সহায়তা প্রদান করা ।
(ঘ) বিভিন্ন ধরণের যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে লাইসেন্স, পারমিট সংগ্রহের লক্ষ্যে সরকারী, আধা-সরকারী, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত বিভিন্ন কর্তৃপক্ষের নিকট সদস্যের প্রতিনিধিত্ব করা।
(ঙ) সদস্যদের মধ্যে সমন্বয়, সদ্ভাব, পারস্পরিক রেষারেষি মুক্ত সম্পর্ক স্থাপন করা ।
(চ) সমিতির সদস্যদের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতা বজায় রাখা এবং সমিতির সদস্যদের ব্যক্তিগত শ্রমিক কর্মচারীদের জন্য আইন ও নিয়মাবলী কার্যকরভাবে চালু করা।
(ছ) পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমিতির সদস্য এবং তাহাদের শ্রমিক ও কর্মচারীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা।
(জ) কারখানায় কর্মরতদের সাধারণ কল্যাণ ও উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
(ঝ) সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা হয় এইরূপ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সহিত আলোচনা, মতবিনিময় এবং বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা।
(ঞ) ইঞ্জিনিয়ারিং শিল্প সংক্রান্ত বিভিন্ন তথ্যের পরিসংখ্যান সংগ্রহ, বিবেচনা ও প্রচার করা।
(ট) সমিতির উদ্যোগে ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে ইহার বৈশিষ্ট্য, সম্ভাবনা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে প্রচারের ব্যবস্থা করা।
(ঠ) সমিতির সদস্যদের মধ্যে সৃষ্ট বিতর্কিত বিষয় সমন্বয় সাধন করা।
(ড)ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ / শিল্প এবং অন্যান্য বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে যদি কোন সমস্যার উদ্ভব হয় বা সদস্যদের সহিত পার্টির ব্যবসায় ক্ষতি হতে পারে অথবা সমিতির সদস্যদের নিজেদের মধ্যে এতদসংক্রান্ত কোন সমস্যার সৃষ্টি হলে সমিতি কর্তৃক সালিশের ব্যবস্থা করে তার সমাধান করা।
(ঢ) সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সদস্যদের স্বার্থ সংক্রান্ত বিষয়ে আগাম অভিমত জানানো ও আলোচনার ব্যবস্থা করা ।
(ণ) ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতি সংক্রান্ত যাবতীয় তথ্য, মতামত অথবা সহায়তা বিনিময়ের ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্য সংগঠন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং এতদসংক্রান্ত বিশ্বের অন্যান্য সংস্থার সহিত যোগাযোগ স্থাপন করা।
(ত) ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিজ বা ওয়ার্কশপ সম্প্রসারণ, আধুনিকায়ন ও ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সরকার ও বাংলাদেশের বিভিন্ন অর্থ বিনিয়োগকারী সংস্থা হইতে সদস্যদের অর্থ বিনিয়োগ ও ঋণ গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
বাইওয়া কুষ্টিয়া জেলা কমিটি
| ক্রঃ নং | সদস্যের নাম | পদবী | প্রতিষ্ঠানের নাম | ফোন নাম্বার |
| ১ | মোঃ রফিকুল ইসলাম | সভাপতি | ইসলাম ইঞ্জিনিয়ারিং | ০১৭১১৪০৬৩৩৩ |
| ২ | মো:ইউনুস খান | উর্ধ্বতন সহ-সভাপতি | ইউনুস ইন্জিনিয়ারিং | ০১৭৯২০০৩১২২ |
| ৩ | মোঃ মিজানুর রহমান মজনু | সহ-সভাপতি | কশবা ইঞ্জিনিয়ারিং | ০১৭১৬২৪৫৭৩৩ |
| ৪ | এস এম নূরুন্নবী | সাধারণ সম্পাদক | কুষ্টিয়া ইঞ্জিনিয়ারিং | ০১৭১১১৫৬৫৬৮ |
| ৫ | মোঃ জালাল উদ্দিন শিকদার | সহ-সাধারণ সম্পাদক | শিকদার ইঞ্জিনিয়ারিং | ০১৭২৪৭১১০৯৭ |
| ৬ | মো: আল হেলাল | অর্থ সম্পাদক | আল হেলাল ইন্জিনিয়ারিং | ০১৭২২৫৯১২৫৬ |
| ৭ | মোঃ মিজানুর রহমান | অর্থ সচিব | ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং | ০১৭১২৮৯০৬১৫ |
| ৮ | মোঃ মিজানুর রহমান মধু | সাংগঠনিক সম্পাদক | আশা ইঞ্জিনিয়ারিং | ০১৭১১৪৬৮৬৫৩ |
| ৯ | মোঃ আশিকুর রহমান | সাংগঠনিক সচিব | আশিকুর ইঞ্জিনিয়ারিং | ০১৭১৬৫০৫১৫৯ |
| ১০ | মো: সোহেল শেখ | প্রচার সম্পাদক | সোহেল ইন্জিনিয়ারিং | ০১৭১৮২৮৮৯৭১ |
| ১১ | মোঃ রেজাউল করিম | দপ্তর সম্পাদক | রেজাউল ইঞ্জিনিয়ারিং | ০১৯৬৮০৫৬৭৫১ |
| ১২ | মোঃ আব্দুল লতিফ | সাংস্কৃতিক সম্পাদক | বুলবুল ইন্জিনিয়ারিং | ০১৭১২৯৫৩৩৬৯ |
| ১৩ | আবুল কালাম আজাদ | তথ্য গবেষণা সম্পাদক | হাসান ইন্জিনিয়ারিং | ০১৭১৯২৭১৩২০ |
| ১৪ | মোঃ আবুল কালাম | আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক | কালাম ইঞ্জিনিয়ারিং | ০১৭২০১৪০৬১১ |
| ১৫ | মোঃ রবিউল ইসলাম | ধর্ম বিষয়ক সম্পাদক | রবি ইঞ্জিনিয়ারিং | ০১৭৪৭০৬১৭৮৮ |
| ১৬ | মোঃ আব্দুল মান্নান বিশ্বাস | শ্রম সম্পাদক | খোকসা ইন্জিনিয়ারিং | ০১৭১৬৩৫১২৩৭ |
| ১৭ | মোঃ মোক্তার হোসেন | নির্বাহী সদস্য | মোক্তার ইন্জিনিয়ারিং | ০১৭১৭৯৪৫১৯৯ |
| ১৮ | মোঃ নজরুল ইসলাম | নির্বাহী সদস্য | কাদের ইন্জিনিয়ারিং | ০১৯১৩৮৯৮৯১৩ |
| ১৯ | মোঃ আলমগীর হোসেন শামীম | নির্বাহী সদস্য | শামীম মেশিনারিজ | ০১৭১৬৪১৭৬৩০ |
| ২০ | মোঃ তরিকুল ইসলাম | নির্বাহী সদস্য | তরিকুল ইন্জিনিয়ারিং | ০১৭৩১৩২৪৭৪৬ |
| ২১ | মোঃ জাকির হোসেন | নির্বাহী সদস্য | জাকির ইঞ্জিনিয়ারিং | ০১৭২৪২৯৮৯১৩ |
| ২২ | মোস্তাফিজুর রহমান মিঠু | নির্বাহী সদস্য | মিঠু ইন্জিনিয়ারিং | ০১৯৪৪৪২৪৮১০ |
| ২৩ | মোঃ আল আমিন (রিপন) | নির্বাহী সদস্য | রিপন ইঞ্জিনিয়ারিং | ০১৭১৮৪৫৫১১৬ |
| ২৪ | মোঃ স্বপন আলী | নির্বাহী সদস্য | স্বপন ইঞ্জিনিয়ারিং | ০১৭২৭৫০৩০৯৭ |
| ২৫ | আব্দুস সালাম | নির্বাহী সদস্য | সালাম ইঞ্জিনিয়ারিং | ০১৯১৫৮১৪৪২৭ |
কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সদস্যর তালিকা
| ক্রঃ নং | সদস্যের নাম | পদবী | প্রতিষ্ঠানের নাম | ফোন নাম্বার |
| ১ | মোঃ আফজাল হোসেন | সদস্য | আফজাল ইঞ্জিনিয়ারিং | ০১৭১৬২৮১৪২৩ |
| ২ | মোঃ আসাদুল ইসলাম | সদস্য | আসাদুল আয়রন ষ্টোর | ০১৭১২০১৩২২৪ |
| ৩ | প্রশান্ত কুমার বিশ্বাস | সদস্য | একতা ইঞ্জিনিয়ারিং | ০১৭১৭৭৪৮৪৯৭ |
| ৫ | আসাদুল বিশ্বাস | সদস্য | আসাদুল ইন্জিনিয়ারিং | ০১৮৭২৪৮৩০৬৫ |
| ৬ | মো: নেকবার রহমান | সদস্য | নেকবার ইন্জিনিয়ারিং | ০১৭২১১৯২২৭৯ |
| ৭ | মোঃ আব্দুল খালেদ খোকন | সদস্য | বিউটি ইঞ্জিনিয়ারিং | ০১৭৫৫১৫৫১৫১ |
| ৯ | মোঃ রবিউল ইসলাম | সদস্য | মনির আয়রন ষ্টোর | ০১৭১১৪৫০৪৮৬ |
| ১০ | মো: জহুরুল শেখ | সদস্য | জহুরুল ইন্জিনিয়ারিং | ০১৭৭৭৩৬৯৫২০ |
| ১৪ | মোঃ নিয়াজ আলী | সদস্য | শ্রাবণী ইঞ্জিনিয়ারিং | ০১৭২৯৬৬৩৯৮২ |
| ১৫ | মো: শাকিল আহম্মেদ | সদস্য | শাকিল ইন্জিনিয়ারিং | ০১৭৭৬৭৮৮৮২১ |
| ১৭ | মোঃ খাকছার আলী | সদস্য | সুপার ইঞ্জিনিয়ারিং | ০১৭১৯০৩০৯০৪ |
| ১৮ | মো: শহীদুল ইসলাম | সদস্য | শহীদুল ইন্জিনিয়ারিং | ০১৭১৪৯৪৮২৮১ |
| ১৯ | মোঃ রুহুল আমিন | সদস্য | জননী ইঞ্জিনিয়ারিং | ০১৭১০১১৮৫০৪ |
| ২০ | মোঃ পারভেজ | সদস্য | পাভেল ইঞ্জিনিয়ারিং | ০১৭২৫৭০২৭৯২ |
| ২১ | মো:খোকন | সদস্য | মায়ের দোয়া ইন্জিনিয়ারিং | ০১৭৭৩৯৫০১৬৬ |
| ২২ | মো: আব্দুস সালাম | সদস্য | সালাম ইন্জিনিয়ারিং | ০১৭১৭০৪১০৪৩ |
| ২৪ | শ্রী আপন রায় | সদস্য | জ্যোতিমনি ইন্জিনিয়ারিং | ০১৭০৭৪৮৩১০১ |
| ২৬ | মোঃ আমিরুল ইসলাম | সদস্য | ভাই ভাই আইরন স্টোর | ০১৭১০১১৮২৬২ |
| ২৭ | মোঃ শাকিল আহমেদ | সদস্য | শাকিল ইঞ্জিনিয়ারিং | ০১৭৫৭৬৩৯০২৮ |
| ২৮ | মোঃ বিয়ারুল ইসলাম | সদস্য | জুয়েল আয়রন ষ্টোর এন্ড ইঞ্জিনিয়ারিং | ০১৭২৫৯৩৭৯৫৭ |
| ২৯ | মোহাম্মদ আলাউদ্দিন মন্ডল | সদস্য | লাকি ইঞ্জিনিয়ারিং | ০১৭১৫৬৮৫৫৫৭ |
| ৩০ | হিরু | সদস্য | কনফোর্ট ইঞ্জিনিয়ারিং | ০১৭১৪৯০৬১১২ |
| ৩১ | মো: মনিরুল ইসলাম | সদস্য | এসএম ইন্জিনিয়ারিং | ০১৭৫১৫৪৩৮৬৫ |
| ৩২ | মোঃ আলাউদ্দিন মালিথা | সদস্য | ভাই ভাই ইঞ্জিনিয়ারিং | ০১৭১৮৬৫৫৭৮৭ |
| ৩৩ | শ্যামল কুমার বিশ্বাস | সদস্য | শ্যামল ইঞ্জিনিয়ারিং | ০১৯১৩৬৯২৭৪৪ |
| ৩৪ | মোঃ আলহাজ হোসেন | সদস্য | আলহাজ ইঞ্জিনিয়ারিং | ০১৯৫২০১৭৬২৮ |
| ৩৫ | মোঃ মিরাজুল ইসলাম রন্জু | সদস্য | জোয়ার্দার ইন্জিনিয়ারিং | ০১৯২২৬৫২০৭৭ |
| ৩৬ | মোঃ হিরো হোসেন | সদস্য | গড়াই ইঞ্জিনিয়ারিং | ০১৮৪৫৫৭২৮৯৫ |
| ৩৮ | মো: আবু শহীদ | সদস্য | শহীদ ইন্জিনিয়ারিং | ০১৭৭১৩৮১৯৭১ |
| ৩৯ | মোঃ তিলাম | সদস্য | তিলাম ইঞ্জিনিয়ারিং | ০১৭৩৪৮৯৭২৪১ |
| ৪০ | মোঃ সাকিবুল ইসলাম হৃদয় | সদস্য | হৃদয় ইঞ্জিনিয়ারিং | ০১৭৭০০৫৯৩৪০ |
| ৪১ | মোঃ তৌহিদ শেখ | সদস্য | তৌহিদ ইঞ্জিনিয়ারিং | ০১৭৩৪২০৮৮৮৮ |
| ৪৩ | মোঃ নূর ইসলাম | সদস্য | নূর ইঞ্জিনিয়ারিং | ০১৭১৪৬৯৪৪২৭ |
| ৪৪ | এ কে আজাদ | সদস্য | এ কে আজাদ ইঞ্জিনিয়ারিং | ০১৯১৭২২৯৮১৮ |
| ৪৫ | মো:সদর উদ্দীন বিশ্বাস | সদস্য | মামা ইন্জিনিয়ারিং | ০১৭১৭৭৪৩৯৮১৮ |
| ৪৬ | মোঃ আব্দুস সামাদ | সদস্য | আবদুস সামাদ ইঞ্জিনিয়ারিং | ০১৭৮৪৩৫০৪৪০ |
| ৪৭ | মোঃ রনি হোসেন | সদস্য | রনি ইঞ্জিনিয়ারিং | ০১৭২৬০১১০২৪ |
| ৫০ | মোঃ টুটুল হোসেন | সদস্য | টুটুল ইঞ্জিনিয়ারিং | ০১৭১৮৩৭৪২২১ |
| ৫১ | আব্দুল সালাম | সদস্য | সালাম ইঞ্জিনিয়ারিং | ০১৯৯৪১৮৩৪২৩ |
| ৫২ | মোঃ রুহুল আজম | সদস্য | মেসার্স আজম ইঞ্জিনিয়ারিং | ০১৭২১৭৫১৪৮১ |
| ৫৩ | মোঃ শাহাজাহান মন্ডল | সদস্য | শাহাজাহান মেশীনারীজ | ০১৯২৫৩৬৪৩৩২ |
| ৫৪ | মোঃ আবু তৈয়ব | সদস্য | ওমর ফারুক মেশিনারীজ | ০১৭১৪৭৩৮৯৯৪ |
| ৫৫ | মোঃ উজ্জ্বল হোসেন | সদস্য | উজ্জ্বল ইঞ্জিনিয়ারিং | ০১৭২১৮৮৩৮৬৭ |
| ৫৬ | মোঃ উজ্জ্বল হোসেন | সদস্য | উজ্জ্বল ইঞ্জিনিয়ারিং | ০১৭৩৯১৮১৫০৯ |
| ৫৭ | মরহুম গোলাম মোস্তফা | সদস্য | মোস্তফা ইঞ্জিনিয়ারিং | ০১৬৪১৪৯৪২৩১ |
| ৫৮ | মোঃ আরিফ হোসেন | সদস্য | ট্রলি হাসপাতাল ও মেশিনারীজ | ০১৭৪৩৪৫৩৩৭৬ |
| ৫৯ | মোঃ মিজানুর রহমান | সদস্য | মিজানুর ইঞ্জিনিয়ারিং | ০১৯৫৩৩৮১৩৪৫ |
| ৬০ | মো: শফিকুল ইসলাম | সদস্য | সুমন ইন্জিনিয়ারিং | ০১৭২১৩৯২৪১৭ |
| ৬১ | মোঃ আমজাদ হোসেন | সদস্য | আমজাদ ইঞ্জিনিয়ারিং | ০১৭২৩৭৭০৭০৪ |
| ৬২ | মো: আব্দুল্লাহ | সদস্য | আব্দুল্লাহ ইন্জিনিয়ারিং | ০১৮৩৬৩৫৭০৫৫ |
| ৬৩ | মো: সুজন মিয়া | সদস্য | সুজন ইন্জিনিয়ারিং | ০১৩০২৩১৬২০৯ |
| ৬৫ | নাজমুল ইসলাম | সদস্য | টিপু ইন্জিনিয়ারিং | ০১৯৩৩১১৭৩৯৩ |
| ৬৬ | মোঃ আজির উদ্দীন | সদস্য | মায়ের দান ইঞ্জিনিয়ারিং | ০১৭২৪৭৮৬৯৪৪ |
| ৬৭ | মোঃ জিয়ারুল ইসলাম | সদস্য | জিয়া ইঞ্জিনিয়ারিং | ০১৭৩৯১০৭৩৮৯ |
| ৬৮ | অজিত কুমার শর্মা | সদস্য | অপূর্ব ইন্জিনিয়ারিং | ০১৯১৫০৯৩১৪৫ |
| ৬৯ | আব্দুল হামিদ | সদস্য | হামিদ ইন্জিনিয়ারিং | ০১৭৪৯৬৯৭৪৭৬ |
| ৭১ | মোঃ মতিউর রহমান | সদস্য | ডি মোল্লা ইঞ্জিনিয়ারিং | ০১৭১৫৩০৬১৫৫ |
| ৭২ | মো: কাউছার বিশ্বাস | সদস্য | কাউসার ইন্জিনিয়ারিং | ০১৭০৬৬১৮০৫৫ |
| ৭৩ | মোঃ আব্দুল্লাহ আল দীপু | সদস্য | সাধনা ইঞ্জিনিয়ারিং | ০১৩০১৩৪৩৭৫৭ |
| ৭৪ | মোঃ আকরামুল ইসলাম পটল | সদস্য | আয়েশা ইঞ্জিনিয়ারিং | ০১৭১৮১০২৯২৭ |
| ৭৫ | সোনাই শেখ | সদস্য | সোনাই ইন্জিনিয়ারিং | ০১৭২২৪৭০৯৩২ |
| ৭৬ | আলিফ মুন্সী | সদস্য | আলিফ ইন্জিনিয়ারিং | ০১৭৯২০৪০০০৬ |
| ৭৭ | মিরাজুল ইসলাম | সদস্য | মিরাজ ইন্জিনিয়ারিং | ০১৭৬০১১৮১৯১ |
| ৭৮ | মোঃ সোহেল রানা | সদস্য | রানা ইঞ্জিনিয়ারিং | ০১৭২৫৪৫১০০২ |
| ৭৯ | রাজু | সদস্য | রাজু ইন্জিনিয়ারিং | ০১৭২১২১২৩৩১ |
| ৮২ | মোঃ সুজন আলী | সদস্য | ভাই ভাই ইঞ্জিনিয়ারিং | ০১৭৭৬১৫৮৮২৭ |
| ৮৩ | মোঃ মিজানুর রহমান | সদস্য | মাসুম ইঞ্জিনিয়ারিং | ০১৮৪৫১৩৫৫০০ |
| ৮৪ | মোঃ আশরাফুল ইসলাম | সদস্য | বাবা-মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং | ০১৭১৯৮১৭৩১২ |
| ৮৫ | মোঃ রবিউল ইসলাম | সদস্য | মেসার্স মা ইঞ্জিনিয়ারিং | ০১৭২২৭৪৬৮০৫ |
| ৮৬ | মোঃ নাজমুল হক এহিয়া | সদস্য | আল মক্কা ইঞ্জিনিয়ারিং | ০১৭৫৫৮৭৭১৭৫ |
| ৮৭ | মোঃ মাহাবুল ইসলাম | সদস্য | মাহাবুল ইঞ্জিনিয়ারিং | ০১৭৭২৯২৫৪২৬ |
| ৮৮ | মোঃ ফাহিম হোসেন | সদস্য | ফাহিম ইঞ্জিনিয়ারিং | ০১৯২৩৯৭০৩৫৯ |
| ৮৯ | মোঃ হস্তুলা মিস্ত্রি | সদস্য | হস্তুল্লা হার্ডওয়ার এন্ড মেশিনারীজ | ০১৯১৭৪৩৯৪৮৮ |
| ৯০ | মোঃ রবিউল ইসলাম | সদস্য | ভাই ভাই ইঞ্জিনিয়ারিং | ০১৭৬০৪৭৭৯৩০ |
| ৯১ | মোঃ আশাদুল হক | সদস্য | খোদেজা খাতুন ইঞ্জিনিয়ারিং | ০১৭৪৫৮০৭০২২ |
| ৯২ | মোঃ রইচ উদ্দিন | সদস্য | সততা ইঞ্জিনিয়ারিং | ০১৭২২৬৩৭৩৮২ |
| ৯৩ | মোঃ হাবিবুর রহমান | সদস্য | হাবিব ইঞ্জিনিয়ারিং | ০১৭১৯৯১৮৩৮৮৫ |
| ৯৪ | মোঃ মুকুল হোসেন | সদস্য | মৌসুমী ইঞ্জিনিয়ারিং | ০১৭২৩২৯৭৬৯৫ |
| ৯৫ | মোঃ মিজানুর রহমান | সদস্য | মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ | ০১৭১২৭০৩১২০ |
| ৯৬ | মোঃ আলামিন | সদস্য | আল আমিন ইঞ্জিনিয়ারিং | ০১৭৪৮০৫০৮১২ |
| ৯৭ | আসাদুল হক (মজনু) | সদস্য | নুর ইন্জিনিয়ারিং | ০১৭১৮৪৪৯২৬৫ |
| ৯৯ | মোঃ শিপন আলী | সদস্য | ভাই ভাই ইঞ্জিনিয়ারিং | ০১৭২৫৮১৫৬৮৭ |
| ১০০ | মো:হেলাল উদ্দীন | সদস্য | হেলাল ইন্জিনিয়ারিং | ০১৭২৪৭৮৭৭৯০ |
| ১০১ | মো: রবিউল ইসলাম | সদস্য | আলামিন ইন্জিনিয়ারিং | ০১৭১৪৯০৭১২৯ |
| ১০২ | মো:শরিফুল ইসলাম পিকলু | সদস্য | জননী ইন্জিনিয়ারিং | ০১৭০৯১০৩৪৬৬ |
| ১০৫ | মোঃ বাচ্চু মন্ডল | সদস্য | রাব্বী ইঞ্জিনিয়ারিং | ০১৭২৩৮৬৪৮৭৭ |
| ১০৬ | মো:আসাদুজ্জামান কামাল | সদস্য | রফিক ইন্জিনিয়ারিং | ০১৭৬১২২৫২১০ |
| ১০৭ | মোঃ রাকিবুল ইসলাম খান | সদস্য | খান ইঞ্জিনিয়ারিং | ০১৭১৮৩০৯২৪৩ |
| ১০৮ | মোঃ নজরুল ইসলাম | সদস্য | মা ইঞ্জিনিয়ারিং | ০১৭১০৯৬৬৫০২ |
| ১০৯ | মোঃ শফিকুজ্জামান | সদস্য | মিজান ইঞ্জিনিয়ারিং | ০১৭৬৩৪৮৭১৮৩ |
| ১১০ | মোঃ জাহিদুল ইসলাম | সদস্য | জাহিদ ইঞ্জিনিয়ারিং | ০১৭২৭৯০৩৪৪৯ |
| ১১১ | মোঃ আরিফুল ইসলাম | সদস্য | মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং | ০১৭৫৪৬৩৩৩৪৩ |
| ১১৩ | মোছাঃ চাম্পা বেগম | সদস্য | চাম্পা ইঞ্জিনিয়ারিং | ০১৭০৯৮০৫৯৮১ |
| ১১৪ | মোঃ শরিফুল ইসলাম (হাসেম) | সদস্য | কাশেম আয়রণ স্টোর | ০১৭৪০৫৮৭৪৩৬ |
| ১১৫ | মোঃ আজলুর রহমান | সদস্য | মেসার্স হাসান ট্রেডার্স | ০১৭১২১৫৮৩০৩ |
| ১১৬ | মোঃ ইউসুফ | সদস্য | ইউসুফ ইঞ্জিনিয়ারিং | ০১৯২১১৪৯৬১৫ |
| ১১৭ | শিব প্রসাদ সাহা | সদস্য | সৈকত আয়রন স্টোর | ০১৭২১৯৫২৫৬০ |
| ১১৯ | তুহিন আহম্মেদ | সদস্য | তুহিন ইঞ্জিনিয়ারিং | ০১৯৩২৬৭৪১৪৮ |
| ১২০ | মোঃ জীবন | সদস্য | জীবন ইঞ্জিনিয়ারিং | ০১৭৫৮৬৪৪৪৯৬ |
| ১২১ | আরিফুল ইসলাম | সদস্য | মনির আয়রন ষ্টীল হাউস | ০১৭২২৬৬৯১১৯ |