তাহার উপর প্রযোজ্য ভর্তি ফি এবং বার্ষিক চাঁদা অগ্রীম প্রদান করতে হবে।
সমিতির বিধি অনুযায়ী সকল অর্থ পরিশোধ করতে হবে।
আবেদনকারী হাল নাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর দাতা হলে সর্বশেষ বৎসরের আয়কর প্রদানের রশিদ এর সত্যায়িত অনুলিপি সমিতি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে হবে।
উপরোক্ত শর্তাদি পুরণ করে নির্বাহী পরিষদের চাহিদা অনুযায়ী তাকে এতদসংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে।
সদস্য হওয়ার জন্য আপনাকে কী করতে হবে?
কুষ্টিয়ার যে কোন এলাকায় প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ/শিল্পের মালিক যে কোন অংশীদারী প্রতিষ্ঠান, কর্পোরেশন ও কোম্পানী এই সমিতির সদস্য হওয়ার যোগ্য।
আবেদনকারী হাল নাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর দাতা হইলে সর্বশেষ বৎসরের আয়কর প্রদানের রশিদ এর সত্যায়িত অনুলিপি সমিতি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে হবে।উপরোক্ত শর্তাদি পুরণ করে নির্বাহী পরিষদের চাহিদা অনুযায়ী তাকে এতদসংক্রান্ত ঘোষণা পত্রে স্বাক্ষর করতে হবে।
সদস্য পদের প্রার্থী নির্বাহী পরিষদের চাহিদা মোতাবেক তাহাদের ওয়ার্কশপ/শিল্পের প্রত্যক্ষ বা পরোক্ষ বিবরণ সম্বলিত বিস্তারিত জানিয়ে সদস্য পদের আবেদন করবেন। কার্যনির্বাহী পরিষদের চাহিদা মোতাবেক সদস্য পদের আবেদন কার্যনির্বাহী পরিষদের বরাবরে তাহার বিস্তারিত বিবরণের প্রমাণপত্র লিখিত আকারে জমাদান করবেন।
পরিচালক, ম্যানেজার/সচিব কর্তৃক বিধি অনুযায়ি ভর্তি ফি পরিশোধ করিয়া লিখিত ভাবে আবেদন করতে হবে।
আবেদনপত্র প্রাপ্তির তারিখ হইতে ১০ দিন অতিবাহিত হওয়ার পর তা বিবেচনার জন্য কার্যনির্বাহী পরিষদে পেশ করবেন। কার্যনির্বাহী পরিষদ যথাযথ বিবেচনা করে আবেদনপত্র গ্রহণ অথবা প্রত্যাখান করতে পারবে। সদস্যভুক্তির ব্যাপারে কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে এর অনুমোদন প্রয়োজন হবে।